০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

জেনেভা ক্যাম্পে অভিযান, অস্ত্রসহ গ্রেফতার দুই মাদক কারবারি

  • আপডেট: ০৬:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ১৮০১৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মাদক কারবারিদের ধরতে রাজধানীর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে চিহ্নিত দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

সোমবার (১১আগস্ট) ৪ টার পর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানার নেতৃত্বে অভিযান শুরু হয়।

এসময় দেশীয় অস্ত্রসহ সেলিমকে এবং ফয়সাল নামের একজনকে গ্রেফতার করা যায়। গ্রেফতারকৃত দুইজনই চিহ্নিত মাদককারবারি বলে জানা গেছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানার বলেন, মাদক ব্যাবসায়ীরা তাদের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমরা নিয়মিত তাদের গ্রেফতার করে আদালতে প্রেরন করছি। এরপরও তারা জামিনে এসে তাদের ব্যবসা দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মীত অভিযান অব্যাহত আছে। আমরা খুব শীঘ্রই আবারও তাদের গ্রেফতার করবো।

জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীরা মাদকের স্পট দখলে নিতে গত কয়েকদিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে।

এদিকে, মাদক ব্যাবসাকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিষ্ফোরণ। মুহুর্মুহু গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পরেছেন স্থানীয় বাসিন্দারা।

পর্যায়ক্রমে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জেনেভা ক্যাম্পে অভিযান, অস্ত্রসহ গ্রেফতার দুই মাদক কারবারি

আপডেট: ০৬:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মাদক কারবারিদের ধরতে রাজধানীর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে চিহ্নিত দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

সোমবার (১১আগস্ট) ৪ টার পর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানার নেতৃত্বে অভিযান শুরু হয়।

এসময় দেশীয় অস্ত্রসহ সেলিমকে এবং ফয়সাল নামের একজনকে গ্রেফতার করা যায়। গ্রেফতারকৃত দুইজনই চিহ্নিত মাদককারবারি বলে জানা গেছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানার বলেন, মাদক ব্যাবসায়ীরা তাদের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমরা নিয়মিত তাদের গ্রেফতার করে আদালতে প্রেরন করছি। এরপরও তারা জামিনে এসে তাদের ব্যবসা দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মীত অভিযান অব্যাহত আছে। আমরা খুব শীঘ্রই আবারও তাদের গ্রেফতার করবো।

জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীরা মাদকের স্পট দখলে নিতে গত কয়েকদিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে।

এদিকে, মাদক ব্যাবসাকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিষ্ফোরণ। মুহুর্মুহু গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পরেছেন স্থানীয় বাসিন্দারা।

পর্যায়ক্রমে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।