০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

মগবাজারে সিএনজিতে মিলল বিপুল গাঁজা,দুই কারবারি গ্রেফতার

  • আপডেট: ০২:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১৮০১৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মগবাজার মোড়ে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরা বিভাগ। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া জানান,সোমবার(১১ আগস্ট) দুপুর একটার দিকে ডিবির একটি দল হাতিরঝিল থানাধীন রাজ্জাক প্লাজার সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি থামিয়ে তল্লাশি করে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—নরসিংদীর রায়পুরা উপজেলার বাহাদুরপুর গ্রামের মো.আবু তাহের এবং পটুয়াখালীর বাউফল উপজেলার করফুল কাঠি গ্রামের মো.মাসুদ। তারা রাজধানী ও আশপাশ এলাকায় গাঁজা সরবরাহ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আসামিদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মগবাজারে সিএনজিতে মিলল বিপুল গাঁজা,দুই কারবারি গ্রেফতার

আপডেট: ০২:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মগবাজার মোড়ে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরা বিভাগ। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া জানান,সোমবার(১১ আগস্ট) দুপুর একটার দিকে ডিবির একটি দল হাতিরঝিল থানাধীন রাজ্জাক প্লাজার সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি থামিয়ে তল্লাশি করে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—নরসিংদীর রায়পুরা উপজেলার বাহাদুরপুর গ্রামের মো.আবু তাহের এবং পটুয়াখালীর বাউফল উপজেলার করফুল কাঠি গ্রামের মো.মাসুদ। তারা রাজধানী ও আশপাশ এলাকায় গাঁজা সরবরাহ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আসামিদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।