চাঁদা না পেয়ে মার্কেটে তালা,অভিযোগ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে
																
								
							
                                - আপডেট: ০৪:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
 - / ১৮০৩৩
 
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদ কৃষিমার্কেটের নতুন ভবনের ব্যাবসায়িদের কাছে চাঁদার দাবিতে মার্কেটটিতে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় মার্কেটির সামনে ব্যবসায়িদের অবস্থান ও পুলিশের উপস্থিতিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বুধবার (১৩ আগস্ট) সকালে এমন ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়টির কোন সুরাহা হয়নি বলে জানা গেছে।
মার্কেটির ভুক্তভোগী ব্যাবসায়ি মো. আসাদ বলেন, বাজারের নামধারী সেক্রেটারি-সভাপতি বহিরাগতদের নিয়ে মার্কেটে আক্রমণ চালিয়েছে এবং মার্কেটের সমস্ত দোকান বন্ধ করতে বলেছে।
তিনি বলেন, বিএনপির সাধারণ সম্পাদক আমীর হোসেন এবং সাধারণ সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে স্থানীয় বিএনপির কর্মীরা এই ঘটনাটি ঘটিয়েছে। এখন মার্কেট সম্পূর্ণ বন্ধ আছে। ব্যাবসায়িরা দাড়িয়ে রয়েছে অবস্থান করছে। এটার একটা সুরাহা না হওয়া পর্যন্ত এটার শেষ হবে না। প্রশাসনের লোকও আছে। তারা (প্রশাসন) দুই পক্ষকে (চাঁদা দাবি করা পক্ষ এবং মার্কেটের ব্যাবসায়িরা) বলছে থানায় গিয়ে বসার জন্য। আমাদের বাহিরগতদের সাথে বসার কোন প্রশ্নই আসে না। চাঁন্দাবাজ- ধান্দাবাজদের সাথে কেনো ব্যাবসায়িরা বসবে।
তিনি বলেন, এই মার্কেটটিতে তিন ব্লক মিলিয়ে মোট ৪২৭টা দোকান রয়েছে। এর মধ্যে রানিং দোকান আছে ৩০০ এর মতন। তারা (চাঁদাবাজ) প্রতি দিন প্রতি দোকান থেকে ৭০/৮০ টাকা চাঁদা চাই। আবার অবৈধভাবে বিদ্যুৎ বিল চাইতেছে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ইনস্পেক্টর অপারেশন মো. আব্দুল আলিম বলেন, আমরা ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে আমাদের একাধিক টিম পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে কোন লিখিত অভিযোগ করেনি। আমাদের টিম রয়েছে ওখানে। যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আপাতত মার্কেট বন্ধ আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক আছে।
																			
																		




















