০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • আপডেট: ০৩:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স কনফারেন্স রুমে আজ বুধবার (৫ নভেম্বর) রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। সভার সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী।

কল্যাণ সভায় বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের নানাবিধ সমস্যা, দাবি ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মনোযোগ সহকারে সেসব বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যা ও প্রস্তাবনার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করলে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

সভায় পুলিশ সুপার উপস্থিত সকলকে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা, দায়িত্ব পালনে সতর্কতা, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আপডেট: ০৩:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স কনফারেন্স রুমে আজ বুধবার (৫ নভেম্বর) রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। সভার সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী।

কল্যাণ সভায় বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের নানাবিধ সমস্যা, দাবি ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মনোযোগ সহকারে সেসব বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যা ও প্রস্তাবনার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করলে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

সভায় পুলিশ সুপার উপস্থিত সকলকে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা, দায়িত্ব পালনে সতর্কতা, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।