০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

আগ্নেয়াস্ত্র,গুলি ও মাদকসহ গ্রেফতার দুই

সোনালী খবর
সোনালী খবর
  • আপডেট: ০৩:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র,গুলি ও মাদকসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো- মো.কামাল ওরফে বাবুল আকন্দ (৩৭) ও মো. সাজিম (৩১)।

গতকাল সোমবার (৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ কামরাঙ্গীরচর থানাধীন কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

কামরাঙ্গীরচর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে থানার একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কামরাঙ্গীরচর থানাধীন কলেজ রোড এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে কামাল ওরফে বাবুল আকন্দ ও সাজিমকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত হতে একটি .৩২ বোরের রিভলবার, দুই রাউন্ড গুলি ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান তিনি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আগ্নেয়াস্ত্র,গুলি ও মাদকসহ গ্রেফতার দুই

আপডেট: ০৩:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র,গুলি ও মাদকসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো- মো.কামাল ওরফে বাবুল আকন্দ (৩৭) ও মো. সাজিম (৩১)।

গতকাল সোমবার (৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ কামরাঙ্গীরচর থানাধীন কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

কামরাঙ্গীরচর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে থানার একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কামরাঙ্গীরচর থানাধীন কলেজ রোড এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে কামাল ওরফে বাবুল আকন্দ ও সাজিমকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত হতে একটি .৩২ বোরের রিভলবার, দুই রাউন্ড গুলি ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান তিনি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।