মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ১ হাজার ৫০০ ইয়াবাসহ নাসিম গ্রেফতার

- আপডেট: ১২:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১৮০১৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসিম (৪৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার বিকালে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান,সেনাবাহিনীর একটি গোয়েন্দা দল প্রথমে বসিলা এলাকা থেকে কালু (৫০) ও আসিফ (২৫) নামের দুইজনকে ৫০ পিস ইয়াবা লেনদেনের সময় হাতেনাতে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নাসিমকে জেনেভা ক্যাম্প থেকে আরও ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
কর্তৃপক্ষ জানায়,নাসিমকে গ্রেফতারের জন্য আগে একাধিকবার অভিযান চালানো হলেও তিনি ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশের খবর পেয়ে পালিয়ে যেতেন। আজ পালানোর সুযোগ পাননি। তল্লাশিতে তার বাসার চারপাশে তিনটি সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়,যা মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত ছিল। ধারণা করা হচ্ছে,এসব ক্যামেরার মাধ্যমে তিনি দূর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরে রাখতেন।
গ্রেফতার হওয়া তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।