বাংলাদেশ মানবাধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার কমিটি গঠিত-এডভোকেট গাজী মনি সভাপতি ও মোস্তফা কামাল সাধারণ সম্পাদক

- আপডেট: ১২:৪২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ মানবাধিকার পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট্ নরসিংদী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেছে।
বুধবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ ও মহাসচিব আমিনুল ইসলাম বুলুর স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট গাজী মনি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোস্তফা কামাল।কমিটির অন্যান্য সদস্যরা হলেন : মো. তমাল মিয়া-সিনিয়র সহ সভাপতি, মো. ইকবাল হোসেন গাজী-সহ সভাপতি, মো. বিলাত হোসেন-সহ সভাপতি, ফাহিমা মাসুদ-সহ সভাপতি, সাজিদুর রহমান মাহাদি-যুগ্ম সম্পাদক, গাজী কুলসুম-যুগ্ম সম্পাদক, তানজিলা আক্তার ফারিয়া-সাংগঠনিক সম্পাদক, হেদায়েতুল ইসলাম- দপ্তর সম্পাদক, মো. তুষার মিয়া-অর্থ সম্পাদক, একেএম নজরুল ইসলাম-আইন সম্পাদক, মিনারা আক্তার -মহিলা বিষক সম্পাদক, মো. জাকারিয়া-পাঠাগার সম্পাদক, জাহাঙ্গীর হোসেন শিকদার-প্রচার সম্পাদক, মো. নজির আহমেদ-স্বাস্থ্য সম্পাদক, আশরাফুল ইসলাম-কৃষি সম্পাদক, মো. সজীব মিয়া-তথ্যপ্রযুক্তি সম্পাদক, লুতফুন নাহার তালুকদার-শিক্ষা সম্পাদক, অলিউর রহমান-ধর্ম সম্পাদক, মো. রবিউল আলম-সমাজকল্যাণ সম্পাদক, আফরোজা আক্তার স্বর্নালী-সহ সাংগঠনিক সম্পাদক, মো. সালাউদ্দিন চৌধু্রী-সহ দপ্তর সম্পাদক, মো. সুজন মিয়া -সহ অর্থ সম্পাদক, মো. সিরাজ মিয়া-সহ আইন সম্পাদক, ফারজানা আক্তার-সহ মহিলা বিষক সম্পাদক, জেসমিন আক্তার-সহ পাঠাগার সম্পাদক, তাওহিদুল ইসলাম ফারদিন-সহ প্রচার সম্পাদক, অন্তর চন্দ্র দাস-সহ স্বাস্থ্য সম্পাদক, জুনায়েত ইসলাম-সহ কৃষি সম্পাদক, রুবেল আহমেদ- সহ তথ্যপ্রযুক্তি সম্পাদক, নূরুল আমিন সরকার-সহ শিক্ষা সম্পাদক, রাজিব মিয়াঁ-ধর্ম সম্পাদক, মো. আবুল হোসাইন-সহ সমাজকল্যাণ সম্পাদক, আবুল হোসেন-সদস্য, মো. ইকবাল হোসেন গাজী-সদস্য, জাকির হোসেন-সদস্য, নাফিউল আলম-সদস্য, মো. মাছুম রানা- সদস্য, মনির হোসেন -সদস্য, রীনা আক্তার-সদস্য, মো. সামসুল আরেফিন- সদস্য, তানভির শিকদার- সদস্য, আবুল হাশেম-সদস্য, মো. খোরশেদ আলম- সদস্য, আব্দুল জলিল- সদস্য, নাজিম উদ্দিন-সদস্য, মো. মামুন মিয়াঁ- সদস্য, মেহেদী হাসান পাভেল- সদস্য,নূরে আলম শরীফ- সদস্য, শাহ আলম সরকার- সদস্য।