ওয়ারীতেম ৪ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার ১

- আপডেট: ০৬:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে রাজধানীর ওয়ারী এলাকা থেকে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে গ্ৰেফতার করেছে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গ্রেফতারকৃতরা হলো-মো. তারেক (২১)।
বুধবার (২০ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের কাছে তথ্য ছিল যে, কতিপয় মাদক কারবারি কক্সবাজার থেকে ইয়াবাসহ ঢাকার দিকে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারী থানাধীন নবাবপুরস্থ কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন-২ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তারেককে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তারেককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন কৌশলে ঢাকায় নিয়ে এসে ঢাকা মহানগরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে থাকে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।