০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

থাকবে পুলিশ জনপদে,ভোট দেবেন নিরাপদে প্রতিপাদ্যে: পুলিশের নির্বাচনী দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

  • আপডেট: ০৬:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ১৮০০৯

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

থাকবে পুলিশ জনপদে,ভোট দেবেন নিরাপদে প্রতিপাদ্যে তিন দিনব্যাপী কর্মশালা সমাপ্ত।

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য চতুর্থ পর্যায়ের ৬ষ্ঠ ব্যাচের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান সোমবার(২৭ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে।

থাকবে পুলিশ জনপদে,ভোট দেবেন নিরাপদে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার ড.এস.এম. ফরহাদ হোসেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন,আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব,নিরপেক্ষতা ও দক্ষতা প্রদর্শনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই রাঙ্গামাটি জেলা পুলিশের মূল লক্ষ্য। নির্বাচনী দায়িত্ব পালনের সময় জনগণের প্রতি বিনয়ী আচরণ,আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থান এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ আমাদের সদস্যদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে,যা নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

থাকবে পুলিশ জনপদে,ভোট দেবেন নিরাপদে প্রতিপাদ্যে: পুলিশের নির্বাচনী দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

আপডেট: ০৬:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

থাকবে পুলিশ জনপদে,ভোট দেবেন নিরাপদে প্রতিপাদ্যে তিন দিনব্যাপী কর্মশালা সমাপ্ত।

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য চতুর্থ পর্যায়ের ৬ষ্ঠ ব্যাচের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান সোমবার(২৭ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে।

থাকবে পুলিশ জনপদে,ভোট দেবেন নিরাপদে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার ড.এস.এম. ফরহাদ হোসেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন,আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব,নিরপেক্ষতা ও দক্ষতা প্রদর্শনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই রাঙ্গামাটি জেলা পুলিশের মূল লক্ষ্য। নির্বাচনী দায়িত্ব পালনের সময় জনগণের প্রতি বিনয়ী আচরণ,আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থান এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ আমাদের সদস্যদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে,যা নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।