সঞ্জীবন প্রকল্প বাস্তবায়নে নতুন গতি: বাহিনী প্রধানের সঙ্গে ইকবাল বাহার জাহিদের সাক্ষাৎ
- আপডেট: ০৬:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন প্রবর্তিত “সঞ্জীবন প্রকল্প”-এর বাস্তবায়নকে আরও কার্যকর ও টেকসই করতে বাহিনীর মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন “নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন”-এর প্রতিষ্ঠাতা, খ্যাতিমান উদ্যোক্তা ও মোটিভেশনাল বক্তা জনাব ইকবাল বাহার জাহিদ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাহিনীর মহাপরিচালক প্রকল্পটির লক্ষ্য, কার্যপরিধি ও উদ্যোক্তা উন্নয়নভিত্তিক বাস্তবায়ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বাহিনীর প্রান্তিক ও সুবিধাবঞ্চিত সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন, টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে “সঞ্জীবন প্রকল্প” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাক্ষাৎকালে বাহিনী প্রধান নতুন উদ্যোক্তা সৃষ্টি ও জাতীয় পর্যায়ে বেকারত্ব হ্রাসে জনাব ইকবাল বাহার জাহিদের দীর্ঘদিনের অবদান এবং প্রায় ২২ লক্ষ যুবক-যুবতীকে অনুপ্রাণিত করার উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় জনাব ইকবাল বাহার জাহিদ বলেন, পরিকল্পিত উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে “সঞ্জীবন প্রকল্প” বাহিনীর সদস্যদের পাশাপাশি দেশের বেকারত্ব সমস্যা মোকাবিলা ও দারিদ্র্য বিমোচনে একটি কার্যকর ও অনুসরণযোগ্য মডেল হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে।
বাহিনী প্রধানের প্রত্যাশা অনুযায়ী জনাব ইকবাল বাহার জাহিদ প্রকল্পটির সফল বাস্তবায়নে পরামর্শ, বাস্তব অভিজ্ঞতা ও সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে নিবিড়ভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন। বাহিনী কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে জানায়, তাঁর উদ্যোক্তা উন্নয়ন সংক্রান্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত বাহিনীর সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে “সঞ্জীবন প্রকল্প” একটি দৃষ্টান্তমূলক উদ্যোগে পরিণত হবে।
উল্লেখ্য, জনাব ইকবাল বাহার জাহিদ ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা এক হাজার দিন বিনামূল্যে অনলাইনে দেশের ৬৪ জেলা ও বিশ্বের ৫০টি দেশের প্রায় চার লক্ষ তরুণ-তরুণীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ প্রদান করেন। এ ব্যতিক্রমধর্মী অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস-এ স্থান লাভ করেন।




















