যাত্রাবাড়ীতে ডিএনসির অভিযানে ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার
- আপডেট: ১১:৪৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে ১৫ কেজি অবৈধ গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ( ১৭ ডিসেম্বর) বেলা আনুমানিক ৬টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী সুফিয়া প্লাজার উত্তর পাশে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকালে ৬ কেজি ও ৯ কেজি মোট ১৫ কেজি গাঁজা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,মো.সাগর মাঝি (৩৫),সুকুমার চন্দ্র শীল (৫০) ও সুচিত্রা রানী শীল (৪৫)।
ঐদিন রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো.মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডিএনসি আরও জানায়,মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।




















