ঢাকা রেঞ্জে পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা,প্রশংসায় ভাসালেন সহকর্মীরা
- আপডেট: ০৮:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ পুলিশের ডিআইজি হিসেবে সম্প্রতি পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের দুই কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক। এদিন বিদায়ী অতিথি হিসেবে সংবর্ধনা গ্রহণ করেন ঢাকা রেঞ্জ অফিসের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আবদুল মাবুদ এবং অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. মোস্তাফিজুর রহমান। তারা উভয়ই ডিআইজি পদে পদোন্নতি লাভ করেছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুমন কান্তি চৌধুরী। এতে ঢাকা রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাদের প্রতি তাদের আন্তরিক অনুভূতি ব্যক্ত করেন। বক্তারা বক্তব্যে বিদায়ী কর্মকর্তাদের পেশাদারিত্ব, নেতৃত্বগুণ, প্রশাসনিক দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং তাদের কর্মময় জীবনের সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন।
বিদায়ী অতিথিরা তাদের বক্তব্যে ঢাকা রেঞ্জ অফিসে সহকর্মীদের সহযোগিতা, সৌহার্দ্য ও ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঢাকা রেঞ্জ অফিসে দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতা তাদের পেশাগত জীবনে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে ঢাকা রেঞ্জ অফিসের পক্ষ থেকে প্রধান অতিথি ডিআইজি রেজাউল করিম মল্লিক বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন।




















