১০:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

রাজবাড়ীতে অস্ত্র গুলি সহ এক সন্ত্রাসী গ্রেপ্তার

সোনালী খবর
সোনালী খবর
  • আপডেট: ০৪:২৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • /

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ১ টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধারসহ সাইদুল শেখ (৩৯) নামে একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে । সে পাংশা উপজেলার বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
রবিবার দিবাগত রাত পৌনে ৩ টার সময় পাংশা উপজেলার বাঘারচর গ্রামের নুর আলীর বসতবাড়ীর পাশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পাংশা থানা পুলিশ জানায়, রাজবাড়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাংশা থানার বাঘারচর মোঃ নুর আলী মন্ডলের বসত বাড়ীর উত্তর পাশে কাঁচা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে সাইদুল শেখকে আটক করে। এসময় অজ্ঞাতনামা ৩-৪ জন দৌড়ে পালিয়ে যায়। ধৃত আসামীর দখল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা কার্তুজ পুলিশের হাতে তুলে দেয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে । ধৃত আসামীর বিরুদ্ধে ১টি অস্ত্র মামলা, ২টি ডাকাতির প্রস্তুতি মামলা ও ১টি মারামারি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজবাড়ীতে অস্ত্র গুলি সহ এক সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট: ০৪:২৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ১ টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধারসহ সাইদুল শেখ (৩৯) নামে একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে । সে পাংশা উপজেলার বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
রবিবার দিবাগত রাত পৌনে ৩ টার সময় পাংশা উপজেলার বাঘারচর গ্রামের নুর আলীর বসতবাড়ীর পাশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পাংশা থানা পুলিশ জানায়, রাজবাড়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাংশা থানার বাঘারচর মোঃ নুর আলী মন্ডলের বসত বাড়ীর উত্তর পাশে কাঁচা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে সাইদুল শেখকে আটক করে। এসময় অজ্ঞাতনামা ৩-৪ জন দৌড়ে পালিয়ে যায়। ধৃত আসামীর দখল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা কার্তুজ পুলিশের হাতে তুলে দেয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে । ধৃত আসামীর বিরুদ্ধে ১টি অস্ত্র মামলা, ২টি ডাকাতির প্রস্তুতি মামলা ও ১টি মারামারি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।