মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময়ে সেনাবাহিনীর হাতে ৩ জন আটক

- আপডেট: ০৪:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজন কিশোরকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী।
আটককৃতরা হলো- লিটন মিয়া (১৯), সাব্বির (১৮) ও রাকিব (১৯)।
রবিবার (৩ আগস্ট) ভোররাত ৩টার দিকে মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল দলের অভিযানে তাদের আটক করা হয়।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনী ৪৬ স্বতন্ত্র বিগ্রেডেরউর্ধতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতের নির্জনে কয়েকজন কিশোরকে কাটাসুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে থামতে বলা হয়। কিন্তু তারা সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে দিকবেদিক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে লিটন মিয়া (১৯) নামে একজনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি লোহার ধারালো আংটা সংবলিত পাঞ্চ রিং উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে লিটন স্বীকার করে, তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হয়েছিল এবং কেউ বাধা দিলে সেই পাঞ্চ রিং দিয়ে আঘাত করার পরিকল্পনা ছিল।
পরে লিটনের দেওয়া তথ্য অনুযায়ী রাতেই আরও অভিযান চালিয়ে তার দুই সহযোগী সাব্বির (১৮) ও রাকিব (১৯)-কে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে একটি ধারালো সামুরাইসহ আটক করা হয়।
আটক তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ (রবিবার) সকালে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে তাদের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।