১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

বাসে করে ঢাকায় ইয়াবা আনছিল দুই কারবারি,যাত্রাবাড়ীতে গ্রেফতার

  • আপডেট: ১১:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ১৮০১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে মাদক পাচারের সময় ১২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—মো.বাবু মিয়া (৩৬) এবং মো. রাকিবুল হাসান (২৮)।

সোমবার ( ৪ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম যাত্রাবাড়ীর আসমা আলী সিএনজি রিওয়েলিং অ্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের পূর্ব পাশে হামজা বডিবিল্ডার এর সামনে এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবির মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে,কিছু মাদক কারবারি একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে অবস্থান করছে। এরপরই নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাসে করে ঢাকায় ইয়াবা আনছিল দুই কারবারি,যাত্রাবাড়ীতে গ্রেফতার

আপডেট: ১১:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে মাদক পাচারের সময় ১২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—মো.বাবু মিয়া (৩৬) এবং মো. রাকিবুল হাসান (২৮)।

সোমবার ( ৪ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম যাত্রাবাড়ীর আসমা আলী সিএনজি রিওয়েলিং অ্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের পূর্ব পাশে হামজা বডিবিল্ডার এর সামনে এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবির মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে,কিছু মাদক কারবারি একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে অবস্থান করছে। এরপরই নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।