মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান: হত্যাকাণ্ডে জড়িত ৪ জনসহ গ্রেফতার ১৪

- আপডেট: ০৯:৪৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মাদক ব্যবসাকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে হত্যাকান্ডের ঘটনায় যৌথ অভিযান চালিয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। এসময় হত্যাকান্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া চারজন সহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র, হেলমেট ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সোমবার (১১ আগস্ট) রাত ১২টার দিকে ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের লেফটেন্ট কর্নেল নাজিম আহমেদ এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান।
নাজিম আহমেদ বলেন, অভিযান পরিচালনা করে মারামারি সামগ্রীগুলো পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন হেলমেট এবং বিভিন্ন দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করতে পারি। আমরা ১৪ জনকে গ্রেফতার করেছি।
মাদক ব্যাবসাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, এই যে ১৪ জন আছে তার মধ্যে চার জনকে মোটামুটি প্রত্যক্ষভাবে আজকের যে হত্যাটা হয়েছে তার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। বাকিটা তদন্ত করে আমরা আমাদের আইন প্রয়োগকারী সংস্থার অন্যান্য বাহিনী যারা আছেন সেটা তারা ব্যবস্থা নিবে।
সংঘর্ষের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিতের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন,
ক্যাম্পের গত দুই দিনের সংঘর্ষের সময়কার ফুটেজে যাদের দেখা গেছে, তাদেরকেই লক্ষ্য করে অভিযান চালানো হয়। যাদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে একজন একজন করে তাদেরই গ্রেফতার করা হয়েছে।
জেনেভা ক্যাম্পে অপরাধ ও সংঘর্ষ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
এর আগে সোমবার (১১আগস্ট) দুপুর তিনটার দিকে জেনেভা ক্যাম্পে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘বুনিয়া সোহেল’ ও ‘চুয়া সেলিম’ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে শাহ আলম (২২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।