ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি

- আপডেট: ০১:১৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ধানমন্ডি ৩২ এলাকা থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে হত্যা মামলায় আসামি করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, তাকে ‘সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক’ বলে অভিহিত করেছে পুলিশ।
ডিএমপি জানায়, গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ থেকে আজিজুর রহমানকে আটক করা হয়। পরে ১৬ আগস্ট এপ্রিল মাসে রুজুকৃত একটি নিয়মিত মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘আজিজুর রহমানকে যে মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে, তা একটি নিয়মিত ফৌজদারি মামলা। এটি কোনো হত্যা মামলা নয়। অথচ বিষয়টি নিয়ে নানা মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।’
তিনি আরও জানান, পুলিশের দৃষ্টিগোচর হয়েছে যে, অনেকেই এ ঘটনাকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন। কিন্তু এটি সর্বৈব অসত্য। এজন্য বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।