৩৬তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশন আহ্বায়ক শফিকুর রহমান, সদস্যসচিব রুবেল হক
																
								
							
                                - আপডেট: ০৭:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
 - / ১৮০৩৬
 
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্যবিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক হয়েছেন ডিএমপির বাড্ডা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এইচ এম শফিকুর রহমান এবং সদস্যসচিব হয়েছেন ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রুবেল হক।
রবিবার(১৭ আগস্ট) এক বিবৃতিতে ৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করে।
এর আগে শুক্রবার রাতে রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে ৩৬তম বিসিএস পুলিশ সদস্যদের উপস্থিতিতে এবং সবার সম্মতিতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত সহকর্মীরা নবগঠিত কমিটির নেতৃত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কমিটির অন্য পদগুলোতে দায়িত্ব পেয়েছেন—
• যুগ্ম আহ্বায়ক: নোমান আহমেদ,মুশফিকুর রহমান তুষার, শিরিন আক্তার ও মীর মহসিন মাসুদ
• যুগ্ম সদস্যসচিব: শারমিন আক্তার চুমকি
																			
																		




















