মোহাম্মদপুর ও আদাবরে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪২

- আপডেট: ০৫:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ১৮০১৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলো, হৃদয় (২৮), সানরেমা (১৯),কেবিসন চিরান (৪৬), সুমন (২১),ইমাম হোসেন (২৩), কাওসার (২৫), রাসেল (২২), সবুজ (৩৪), রাব্বি (২৪),সজিব (২৩), জামিল আনসারি সাজু (২৯), আকাশ (২২), সাহেব বিশ্বাস (২৮), সিয়াম (২৪), রেদোয়ান (১৮), সোহাগ (২৩), রাকিব (৩২), আ. রহমান (৪০), ইউসুফ (৩৪),রোমান ওরফে রায়হান (২১), রহিম আশরাফ (৪২), সোহেল (২৫), বদিউল আলম (৪২), মোস্তফা কামাল শাওন (৩০), ফয়সাল (২০), মাসুদ (২৬), সাব্বির (২২), শাহজাদা সাক্কু (৪৮), জলিল (৪২) ও সাঈদ (২৮)। এদের মধ্যে দ্রুত বিচার আইনে ২ জন,ওয়ারেন্ট ৭ জন,চুরি ১ জন, দূস্যতা ও ডাকাতি চেষ্টা ৮ জন,অন্যান্য ও বিস্ফোরক আইনে ২ জন, ডিএমপি ভুক্ত ৮ জন,মাদক মামলায় ২ জন।
এসময় তাদের কাছ থেকে ২ টি সামুরাই,১ টি ধারালো চাকু,২ টি খুর,২ কেজি ৫০০ গ্রাম চোলাই মদ,১ টি মানিব্যাগ যাহার মধ্যে ২,৩৫০/২ টি স্মার্ট মোবাইল ফোনহ ৩ টি বাটন ফোন উদ্ধার করা হয়।
আদাবর থানা এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলো, মো. মনির শান্ত (২০), মো. পিন্টু শেখ (৩২), রিয়া মনি ওরফে রেনু আক্তার (২৬),নুর নাহার (২০), আছমা খাতুন (৩৪),
মায়া আক্তার ওরফেবৃষ্টি (২৬), সোনিয়া আক্তার (২৩), দুলি খানম (১৯),আছমা আক্তার (২৭), আয়েশা আক্তার বাঁধন (২০), নাজমা আক্তার (২৫) ও আনজুমান (২২)।
বৃহস্পতিবার (২১ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন,বুধবার (২০ আগস্ট ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
অন্যদিকে একইদিন আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।