১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

রাজবন বিহারে কঠিন চীবর দান উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট: ০১:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / ১৮০২০

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

রাজবন বিহার, রাঙ্গামাটিতে আসন্ন ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে আজ বুধবার (২২ অক্টোবর) এক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি অনুষ্ঠিত হয় রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো.ইকবাল হোসাইন।

সভায় পুলিশ সুপার রাঙ্গামাটি জেলার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে রাজবন বিহারে অনুষ্ঠিতব্য কঠিন চীবর দান অনুষ্ঠানটি সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস) মো.জসীম উদ্দীন চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে (সদর সার্কেল) মো.জাহেদুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা কঠিন চীবর দান উৎসব চলাকালে নিরাপত্তা ব্যবস্থা,যানবাহন চলাচল নিয়ন্ত্রণ,ট্রাফিক ব্যবস্থাপনা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে পর্যালোচনা ও করণীয় নির্ধারণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজবন বিহারে কঠিন চীবর দান উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট: ০১:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

রাজবন বিহার, রাঙ্গামাটিতে আসন্ন ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে আজ বুধবার (২২ অক্টোবর) এক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি অনুষ্ঠিত হয় রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো.ইকবাল হোসাইন।

সভায় পুলিশ সুপার রাঙ্গামাটি জেলার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে রাজবন বিহারে অনুষ্ঠিতব্য কঠিন চীবর দান অনুষ্ঠানটি সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস) মো.জসীম উদ্দীন চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে (সদর সার্কেল) মো.জাহেদুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা কঠিন চীবর দান উৎসব চলাকালে নিরাপত্তা ব্যবস্থা,যানবাহন চলাচল নিয়ন্ত্রণ,ট্রাফিক ব্যবস্থাপনা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে পর্যালোচনা ও করণীয় নির্ধারণ করেন।