০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

বাহিনী প্রধানের সঙ্গে জাইকা প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট: ০৭:৩২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) বাহিনীর সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জাইকা প্রতিনিধি দল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে দক্ষতা উন্নয়নভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এসময় বাহিনীর ৬০ লক্ষাধিক সদস্যের আর্থসামাজিক উন্নয়ন,দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি এবং আয়বর্ধক কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদানের সম্ভাব্য বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বাহিনীর মহাপরিচালক জাইকাকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বাহিনীর সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে আইসিটি ও অন্যান্য খাতে জাইকার অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে প্রান্তিক সদস্যদের জীবনমান উন্নয়নে নতুনভাবে চালু করা “সঞ্জীবন প্রকল্প” সম্পর্কে জাইকা প্রতিনিধি দলকে অবহিত করেন।

এছাড়াও বাহিনীর চলমান দক্ষতা উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সদস্যদের জন্য জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এর মাধ্যমে বাহিনীর সদস্যরা জাপানের শ্রমবাজারে দক্ষ মানবসম্পদ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন বলে উভয় পক্ষ মত প্রকাশ করে।

এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও জাইকার মধ্যকার পারস্পরিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাহিনী প্রধানের সঙ্গে জাইকা প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আপডেট: ০৭:৩২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) বাহিনীর সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জাইকা প্রতিনিধি দল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে দক্ষতা উন্নয়নভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এসময় বাহিনীর ৬০ লক্ষাধিক সদস্যের আর্থসামাজিক উন্নয়ন,দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি এবং আয়বর্ধক কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদানের সম্ভাব্য বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বাহিনীর মহাপরিচালক জাইকাকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বাহিনীর সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে আইসিটি ও অন্যান্য খাতে জাইকার অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে প্রান্তিক সদস্যদের জীবনমান উন্নয়নে নতুনভাবে চালু করা “সঞ্জীবন প্রকল্প” সম্পর্কে জাইকা প্রতিনিধি দলকে অবহিত করেন।

এছাড়াও বাহিনীর চলমান দক্ষতা উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সদস্যদের জন্য জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এর মাধ্যমে বাহিনীর সদস্যরা জাপানের শ্রমবাজারে দক্ষ মানবসম্পদ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন বলে উভয় পক্ষ মত প্রকাশ করে।

এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও জাইকার মধ্যকার পারস্পরিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।