পল্লবীতে ডিএনসিসির পরিত্যক্ত ভবন থেকে ৩টি বিদেশি অস্ত্র-৭৩ রাউন্ড গুলি ও চাপাতি উদ্ধার
- আপডেট: ০৮:২০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুরের প্যারিস রোড এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) একটি পরিত্যক্ত ভবন থেকে তিনটি বিদেশি অস্ত্র ও ৭৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে পল্লবী থানা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
একইদিনে পল্লবী থানা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়,পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহানের নেতৃত্বে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে মিরপুর প্যারিস রোডে অবস্থিত ডিএনসিসির একটি পরিত্যক্ত ভবনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আড়াই ঘণ্টাব্যাপী এ অভিযানে ভবনটির তৃতীয় তলা থেকে তিনটি বিদেশি রিভলভার,৭৩ রাউন্ড তাজা গুলি,একটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।
এ বিষয়ে পল্লবী থানার ওসি এ.কে.এম.আলমগীর জাহান জানান,উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া অস্ত্রগুলো কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।




















